সেলিম চৌধুরী, নিজস্ব সংবাদদাতাঃ- চট্টগ্রামের পটিয়ায় পারিবারিক ও জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই ভাই আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ২নভেম্বর মঙ্গলবার রাত ৮টায় কেলিশহর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে যে কোন মুহূর্তে পুনরায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করেছে এলাকার লোকজন। আহতরা হলেন,নুর করিম (৩৮) নুরুল আলম (৪৪)। এঘটনায় নুর করিম বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার এজাহার সুত্রে জানাযায়, দীর্ঘদিন যাবৎ উপজেলার কেলিশহর ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে খিল্লাপাড়ার সেলিম উদ্দিন গং এর সাথে নুর করিম গং মধ্যে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধ নিয়ে গত মঙ্গলবার রাত ৮ টায় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদে সালিশী বৈঠক শুরু হলে চেয়ারম্যানের অনুপস্থিতে প্রতিপক্ষ সেলিম উদ্দিন, আবদুল মান্নান, রহিম উদ্দিন ও আবু তালেবসহ আরোও ৫/৬ জন নুর করিম গং এর উপর হামলা চালিয়ে তাদেরকে আহত করেন বলে তারা পটিয়া থানার মামলার এজাহার সুএে জানাযায়। এ ব্যাপারে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, এ সংক্রান্ত বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে আসামি গ্রেপ্তার অভিযান অব্যহত রয়েছে বলে জানান। চেয়ারম্যান সরোজ সেন নান্টু বিষয়টি শিকার করেন তবে তিনি ঘটনার সময় উপস্থিত ছিলো না বলে জানান।