03/19/2025 তালায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রশান্ত কুমারের যোগদান
তালায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রশান্ত কুমারের যোগদান
নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর ২০২১ ১৬:৫৬
মো: মানছুর রহমান (জাহিদ)।।
সাতক্ষীরা জেলার, তালা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে প্রশান্ত কুমার বিশ্বাস দায়িত্বভার গ্রহন করেছেন ৷
নবাগত নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস ২০১৩ সালে ৩১তম বিসিএস ব্যাচে প্রশাসন ক্যাডারে হিসেবে অন্তুরভূক্ত হন৷ চাকুরীর প্রথমে তিনি সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ভূমি হিসেবে দায়িত্ব পালন করেন ৷ এর পরে একই জেলার দোয়ারাবাজার উপজেলায় সহকারী কমিশনার ভূমি হিসেবে দায়িত্ব পালন করেন ৷ তিনি শরিয়তপুর জেলায় জাজিরা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ২০১৮ নভেম্বর হতে ২০১৯ সালের আগষ্ট মাস পর্যন্ত ১০মাস দায়িত্ব পালন করেন ৷ নবাগত নির্বাহী অফিসার গোপালগঞ্জ জেলায় টুংগীপাড়ায় জন্মগ্রহন করেন৷ ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র সন্তানের জনক ৷৩রা নভেম্বর (বুধবার) তিনি তালায় যোগদান করেন ৷ কর্মস্হলে যোগদানের আগে উচ্চ শিক্ষা গ্রহনের জন্য জাপানে লেখা পড়া করেন৷ তিনি মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ রোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড সহনশীল রাখতে কাজ করবেন বলে জানিয়েছেন। আর এজন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।