03/19/2025 জাতীয় চার নেতাসহ সকল শহীদের প্রতি আলমগীর হোসেনের গভীর শ্রদ্ধাঞ্জলি
জাতীয় চার নেতাসহ সকল শহীদের প্রতি আলমগীর হোসেনের গভীর শ্রদ্ধাঞ্জলি
নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর ২০২১ ০৭:৪৩
ইকরামুল হোসেন।।
আজ ৩রা নভেম্বর ঐতিহাসিক জেলহত্যা দিবস। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের জঘণ্যতম ও বেদনাবিধুর একটি অধ্যায়। যে কয়েকটি ঘটনা বাংলাদেশকে কাঙ্খিত অর্জনের পথে বাধা তৈরি করেছে, তার মধ্যে এই দিনটি অন্যতম। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি এবং এ দেশের তৎকালীন একটি কুচক্রীমহল বাংলাদেশকে পুনরায় পাকিস্তান বানানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে। এরপর ষড়যন্ত্রকে চূড়ান্ত রূপ দিতে এবং স্বাধীনতার পক্ষের শক্তিকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার অভিপ্রায়ে হত্যা করা হয় এই চার নেতাকে। এই চার নেতাসহ সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মনিরামপুর উপজেলা আঃলীগ নেতা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আলমগীর হোসেন।