03/15/2025 আল আমিনের নির্বাচনি প্রচারনায় বালুয়াকান্দি গ্রামের সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা
আল আমিনের নির্বাচনি প্রচারনায় বালুয়াকান্দি গ্রামের সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর ২০২১ ১১:৪৬
বিশেষ প্রতিনিধি।।
মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় চলছে নির্বাচনি প্রচারনা। ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা বালুয়াকান্দি ইউনিয়নের সফল সাধারন সম্পাদক চেয়ারম্যান পদপার্থী জনাব আলআমিন বালুয়াকান্দি গ্রামে নির্বাচনি প্রচারনা চালায়।
তিনি বলেন -আমি জণগণের সেবা করার জন্য চেয়ারম্যান প্রার্থী হয়েছি-আমি আমার দীর্ঘ ২০ রাজনীতি বছর জনগণের পাশে আছি তাদের একজন সেবক হয়ে। আমি জনগণের সেবক হয়ে থকতে চাই,আমি যদি জণগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হই,এই বালুয়াকান্দি ইউনিয়ন কে মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো এবং জণগেণের দুঃখে-সুখে সব সময় তাদের পাশে থাকবো,ইনশাআল্লাহ।
প্রচারনা চালানোর সময় এলাকার সর্ব সাধারণ জনগণ এ সময় সাথে ছিলেন।