03/19/2025 পটিয়া জাতীয় শ্রমিকলীগ সিনিয়র সহসভাপতি কলিমুর রহমান সংবর্ধিত
পটিয়া জাতীয় শ্রমিকলীগ সিনিয়র সহসভাপতি কলিমুর রহমান সংবর্ধিত
নিজস্ব প্রতিবেদক
২ নভেম্বর ২০২১ ১১:৪২
এম এ আজাদ।।
চট্টগ্রামের পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগ সিনিয়র সহসভাপতি কলিমুর রহমান কে ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করেছে পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগ।২ নভেম্বর মঙ্গলবার দুপুরে পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মিথ্যা মামলায় জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত কলিমুর রহমান এর জামিন মঞ্জুর করেন।পটিয়া পৌর জাতীয় শ্রমিকলীগ সিনিয়র সহসভাপতি কলিমুর রহমান একজন ব্যাবসায়ি ও দানশীল ব্যাক্তি এ ছাড়াও তিনি জমিদার পরিবারের সন্তান। তার জামিন মঞ্জু হওয়ায় পটিয়া পৌরসভা জাতীয় শ্রমিকলীগ সভাপতি শফিকুল ইসলাম শফি, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাজুর নেতৃত্বে জাতীয় শ্রমিকলীগের বিপুল সংখ্যকক নেতা কর্মীরা আদালত প্রাঙ্গনে ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করেন।এসময় উপস্থিত ছিলেন সুমন চৌধুরী, এম হাসান বাপ্পি, মোঃ রুবেল, জসিম উদ্দিন, মোঃ হেলাল, আজগর,বাদশা,রিয়াদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কলিমুর রহমান বলেন, মিথ্যা হয়রানি মামলা দিয়ে বেশিদিন কেউ টিকে থাকতে পারেনি, সত্যির জয় অবশ্যই। তিনি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যেতে পটিয়ার এমপি হুইপ আলহাজ্ব শামসুল হক চৌধুরীর সুদৃষ্টি কামনা করেন।