এম. এ. আজাদ পটিয়া।। চট্টগ্রামের পটিয়ায় তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের হামলার মহিলাসহ ২জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন, মারুফ আহমদ (২১), রুমা আকতার (২৬)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পটিয়া হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। ঘটনাটি ঘটেছে গত ২৮ অক্টোবর
দক্ষিণ ভুর্ষি ইউনিয়নে ৮নং ওয়ার্ডে আমিনুল হক মেম্বারের বাড়িতে। এ ঘটনায় রুমা আকতার বাদী হয়ে ২৯ অক্টোবর একই এলাকার মোঃ এমরান, মোঃ নেজাম, হোসেন আহমদ এর বিরুদ্ধে পটিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানাযায়, বাদীনি রুমা আকতার পরিবার নিয়ে সাবেক মেম্বার
আমিনুর হক এর ভাড়া বাসায় দীর্ঘদিন বসবাস করে আসছিল। বিবাধী প্রতিপক্ষদের সাথে সাবেক মেম্বার আমিনুর হক এর বিরোধের জের ধরে প্রতিপক্ষরা বাদীনির পরিবারকে ভাড়া বাসা থেকে বাহির করে দেওয়ার চেষ্টা করে। এতে বাদীনির দেবর
মারুফ আহমদ বাঁধা দিলে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে তাকে আহত করে। এসময় বাদীনি দেবরকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং শ্লীলতাহানি চেষ্টা করে বলে অভিযোগ সুত্রে জানাযায়। এ ব্যপারে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, এ সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্তে করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কর্মকর্তা এস আই জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়ে ঘটনা স্থলে পরিদর্শন করি ওসি নির্দেশ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান