মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী (গাজীপুর)।।
মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি, এ শ্লোগানকে সামনে রেখে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ মাঠে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্দ্যেগে কমিউনিটি পুলিশিং ডে উৎযাপন করা হয়। গতকাল শনিবার দুপুরে বিভিন্ন শ্রেনীর ও পেশার লোকজন অংশগ্রহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ বরকতুল্লাহ খানের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি। মুখ্য আলোচ্যক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি সামসুন নাহার ভূইয়া, গাজীপুর জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম, টঙ্গী সরকারী কলেজের অধক্ষ্য অধ্যাপক রফিকুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, পুলিশের সাথে জনগনের সম্পৃক্ততা বৃদ্ধির জন্য কমিউনিটি পুলিশিং এর বিকল্প নেই। এর ধারাবাহিকতায় কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য প্রতি বছর অক্টোবর মাসের শেষ শনিবার কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়ে আসছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকিতে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের মত গাজীপুরের টঙ্গীতে পুলিশিং ডে উৎযাপন করা হয়। তিনি আরো বলেন, অসহায় মানুষ যখন নিরাপত্তায় ভুগেন অসহায় হয়ে পরে মানুষ তখন ছুটে যায় কমিউনিটি পুলিশের কাছে । পুলিশ জনতা জনতায় পুলিশ। যতদিন রবে শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।