03/19/2025 কবি নাহার শিমুর কবিতা- কবে হবে দেখা সেই আশায়
কবি নাহার শিমুর কবিতা- কবে হবে দেখা সেই আশায়
নিজস্ব প্রতিবেদক
৩০ অক্টোবর ২০২১ ০৮:২০
আমি বলি কাঁদবো না। কিন্তু আমারচোখের ভেতর পানি ভরে যায়...পানি চোখেই দেখতে থাকি
সারাদিন সারারাত চোখের পানি কমছে না
প্রেম কাছে আছে। বিষন্নতা,
আছে পথে বাতাস ভারি...
শ্রাবণ জানে একলা মাঠে
আমিও কেমন ভিজতে পারি...
যাই বা না যাই তোমার বাড়ি...
তোমার অলিগলি সব আমি চিনি
নাইবা চিনালে আমায় তাতে কি আসে যায়
ভালোবাসার দুচার টুকরো...
জনান্তিকে তোমায় বলি...
আকাশ ভর্তি মেঘ জমেছে
তোমার বাসায় বৃষ্টি নামে
রোজ তোমার ভিতর বৃষ্টি
তোমার বৃষ্টির কান্না হয়না
বৃষ্টির পানি বেরিয়ে যায়
আমার ভেতর বৃষ্টির কান্না কেউ শুনতে
পায়না তাই আমি বসে ভিতর বৃষ্টি নিয়ে কবিতা লিখি
কবিতা তো হয়না পদ্ম হয়না
সব হয় গদ্য তো লেখা
মাঝবয়সের তুচ্ছ হাওয়া...
আমার মনে কিচ্ছুটি নেই...
তোমায় একটু দেখতে পাওয়া...
চোখের একটু দেখা মাত্র কোমল আবেগ
জমছে হৃদয়ে দুঃখ গ্লানি
কেউ বোঝেনা স্পর্শটুকু...
সেসব শুধু আমিই জানি...
শেষ হয়ে যাবো নিঃশ্বাস বের হয়ে যাবে
ফুরিয়ে যাবো, যেমন করে
সাঁঝের গোধূলি বেলায় বেলার পথটি ফুরায়...
কেউ কাঁদেনি, কিন্তু আমার...
চোখের ভেতর বৃষ্টি ভেজা কান্নাভরে যায়
ভীতর বৃষ্টি কাঁদতে থাকে সারাক্ষণ
কবে হবে দেখা সেই আশায়।।