03/19/2025 টঙ্গীতে যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
টঙ্গীতে যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর ২০২১ ১৬:২০
মাহবুবুর রহমান জিলানী, গাজীপুর।।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন টঙ্গী পূর্ব থানা যুবদল।শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে দত্তপাড়া সালাহউদ্দিন সরকারের বাস ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সালাহউদ্দিন সরকার।বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহরাব উদ্দিন।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির রাজু, জয়নাল আবেদীন তালুকদার, সরকার জাবেদ আহমেদ সুমন, রাশেদুল ইসলাম কিরণ,আহ্বায়ক সদস্য আব্দুর রহিম খান কালা,মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম টুটুল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন টঙ্গী পূর্ব থানা
যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেনজির আহমেদ পিন্টু।
এ সময় গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সালাহউদ্দিন সরকার বলেন,গনতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই আওয়ামীলীগ সরকার কে পতন ঘটনো হবে। আগামী জানুয়ারীর মধ্যে কেন্দ্রীয় কমিটির নির্দেশে গণ আন্দোলনের ডাক আসতে পারে, তাই বিএনপি সহ সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদের প্রস্তুত থাকতে হবে।