03/19/2025 মণিরামপুরে বিএনপির নির্বাহী কমিটির সভায় অধ্যাপক নার্গিস বেগম
মণিরামপুরে বিএনপির নির্বাহী কমিটির সভায় অধ্যাপক নার্গিস বেগম
নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর ২০২১ ১৫:৫৮
আনিছুর রহমান।।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ দেশের মানুষকে রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে
বর্তমান সরকারকে হটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। বাংলাদেশের ইতিহাসে
গনতন্ত্রের জন্য লড়াই সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারলে বর্তমান সরকারের হাতে আমারা কেউ নিরাপদ নই। শুক্রবার দুপুরে
মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির নির্বাহী কমিটির সভায় যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রথম অধিবেশন সভায় উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র এড. শহীদ ইকবাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব এড. সৈয়দ সাবেরুল হক সাবু নেতা কর্মিদের উদ্দেশ্যে বলেন, তৃণমুলের নেতা-কর্মিরা যাকে নেতা নির্বাচিত করবেন তিনিই নেতা হবেন।
উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর পরিচালনায় অনুষ্ঠানে
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুহাম্মদ মুছা, আব্দুস সালাম আজাদ, মারুফুল ইসলাম, মিজানুর রহমান খান, মণিরামপুর পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খান আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক
এ্যাড. মকবুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী আব্দুস সাত্তার প্রমুখ।
নির্বাহী কমিটির সভায় প্রধান অতিথি অধ্যাপক নার্গিস বেগম মণিরামপুর
উপজেলা ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। উপজেলা বিএনপির এড. শহীদ ইকবাল হোসেনকে
আহবায়ক ও মফিজুর রহমানকে যুগ্ম আহবায়ক এবং পৌর বিএনপির খায়রুল ইসলামকে আহবায়ক ও আব্দুল হাইকে যুগ্ম আহবায়ক করে কমিটি ঘোষণা করেন।