উত্তম চক্রবর্তী, মণিরামপুর (যশোর)।। আগামি ২৮ নভেম্বর নির্বাচন সফল করার লক্ষ্যে মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক ইউসুফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার শহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা মনোনীত প্রার্থী আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ আবুল হোসেন। এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ফজলুর রহমান, আওয়ামী লীগ নেতা সনদ দত্ত, ইউনিয়ন যুবলীগের সভাপতি দীপঙ্কর হালদার দিপু, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ, জেলা সজীব ওয়াজেদ জয় পরিষদ সভাপতি আসাদুজ্জামান আসাদ, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মামুনার রশিদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক আবুল হোসেন, ইউনিয়ন তাঁতী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তুহিন মালিক, তথ্য ও গবেষণা সম্পাদক রতন কুমার, উপজেলা সজীব ওয়াজেদ জয় পরিষদ সভাপতি মাসুম রেজা, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ইসলাম, ইউপি সদস্য আজব আলী প্রমূখ। এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি/ সাধারণ সম্পাদক ও ইউপি সদস্যবৃন্দসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।