বঙ্গবন্ধুর দেশে সাম্প্রদায়িকতার কোনো ঠাঁই নেই। বিএনপি-জামায়াতের অপশক্তি অবৈধ পথে ক্ষমতা দখলের জন্যে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছে। যার ধারাবাহিকতায় সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মালম্বীদের উপাসনালয়, পূজামন্ডপ ও বাড়িঘরে হামলা করে সাম্প্রদায়িক দাঙ্গার অপচেষ্টা করেছে। মঙ্গলবার বিকেল চারটায় দড়াটানা ভৈরব চত্বরে মানববন্ধন ও সম্প্রীতি সমাবেশে বক্তারা এসব কথা বলেন তিনি। সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেহেদী হাসান মিন্টু, উপদেষ্টা আবুল হোসেন খান, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক লুৎফুল কবীর বিজু, সাবেক ওয়ার্ড কাউন্সিলর সন্তোষ দত্ত, সদস্য এসএম রবি সিদ্দিকী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যশোরের সাধারণ সম্পাদক প্রভাষক লিয়াকত হোসেন প্রমুখ। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যশোরের সহসভাপতি আহমদ আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতি জোট যশোরের যুগ্ন সম্পাদক আসমা খাতুন লাখী, যশোর পৌরসভার মেয়রের সহধর্মিণী ফেরদৌসী রোজী, কচুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদ হোসেন,আয়োজক সংগঠনের সহসভাপতি ডাক্তার মরিয়ম, উপদেষ্টা আমিন হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক ইনসার আলী প্রমুখ।