03/19/2025 তরুণ সাংবাদিক আজিজুল হক পার্থর জন্মদিন পালন
তরুণ সাংবাদিক আজিজুল হক পার্থর জন্মদিন পালন
নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২১ ০৩:৪০
ওসমান গনি গজারিয়া প্রতিনিধি।।
মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা কর্মরত তরুণ সাংবাদিক আজিজুল হক পার্থর জম্মদিন পালন করা হয়েছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড় সংলগ্ন ভাটেরচর নতুন রাস্তা মোড়ে অবস্থিত সেভেন হ্যাভেন মার্স রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে
কনভেনশন কক্ষে কেক কেটে এ জম্মদিন পালন করা হয়।
আজিজুল হক পার্থ তার জন্মদিন উপলক্ষে তিনি গজারিয়া উপজেলা বাসী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এছাড়া তরুণ সাংবাদিক নিজেকে দেশ ও দেশের সেবায় বিলিয়ে দেবার অঙ্গীকার করেন।
সাংবাদিক আজিজুল হক পার্থ গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামের বাসিন্দা। তিনি জাতীয় দৈনিক
দেশ রুপান্তের উপজেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক মুন্সীগঞ্জের কাগজের স্টাফ রিপোটার হিসাবে দায়িত্ব পালন করে আসছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের নেতা আবুল বাসার, সাংবাদিক আমিরুল ইসলাম নয়ন, জুয়েল দেওয়ান, সায়মন সাহাদাত হোসেন, আবুল হোসেন, ওসমানগনি, উপজেলা তাঁতী লীগের সভাপতি মনিরুজ্জামান তপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবু সালেহ, ভবেরচর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজু বাবু, যুবলীগের নেতা ফয়সাল বাবু, রবিউল ডালিম প্রমুখ।