03/14/2025 মণিরামপুর ৯০ জনের ভিতর একজন নারী পেলেন নৌকা
মণিরামপুর ৯০ জনের ভিতর একজন নারী পেলেন নৌকা
নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর ২০২১ ১৮:০৩
দৈনিক সমসাময়িক নিউজ ডেস্ক।।
তৃতীয় ধাপে যশোরের মণিরামপুরে ১৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। গত ১৪ অক্টোবর নির্বাচনী এ তফসিল ঘোষণার পরপরই চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হতে নেমে পড়েন আওয়ামী লীগের দেড় শতাধিক প্রার্থী। গত শনিবার সকালে ও বিকালে মণিরামপুরের এ সকল ইউনিয়নে প্রার্থী বাছাই করতে দলীয় বধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকার মাঝি হতে চান নারী- পুরুষ মিলে ১২৮ জন। ইউনিয়ন সভাপতি ও সম্পাদক এ সকল প্রার্থীর তালিকা প্রস্তুত করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের কাছে জমা দেন। তবে এবার ব্যতিক্রম লক্ষ্য করা গেছে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে মাঠে ছিলেন ৪ নারী প্রার্থী।
আজ ২২ অক্টোবর দলীয় প্রধান কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই তালিকা যাচাইবাছাই করা হয়।দলীয় সুত্রে জানা গেছে, ১৬টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী তালিকায় অবস্থান মনোনয়ন ক্রয় করেছিলেন নারী- পুরুষ মিলে মোট ৯০ জন তার মধ্যে ৪ জন নারী। যদিও ৩০{42d7c02d75ed8ad2566d5e0848d1e673e35e1703bc782a9c186d8d8d27235b37} নারী কোটা কথা শোনা গেলেও সর্বশেষ এক জন নারী প্রার্থীকে নৌকা দেওয়া হয়েছে ৩ নং ভোজগাতি ইউনিয়ন থেকে আসমাতুন্নাহারকে। প্রভাষক আসমা তুন্নাহার উপজেলা মহিলালীগের সাধারন সম্পাদক।
ভোজগাতী ইউনিয়নের নতুন মুখ ও নৌকার মাঝি চেয়ারম্যান প্রার্থী আসমাতুন্নাহার বলেন, আমি দলীয় মনোনয়ন পেয়েছি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কে ধন্যবাদ আমাকে নৌকা উপহার দেওয়ার জন্য। আমি দৃড় প্রতিজ্ঞাবদ্ধ সন্ত্রাস, দূর্নীতি, মাদক মুক্ত সমাজ গড়ার পাশাপাশি ইউনিয়নবাসীকে সর্বচ্ছ সেবা দেয়ার চেষ্টা করবো। এবং ইউনিয়নকে গড়ে তুলবো একটি পরিচ্ছন্ন ইউনিয়ন হিসেবে। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং সকলে নৌকায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।