7830
03/19/2025
কবিতার নাম হর্তাকর্তার ব্যর্থতা, কবি - শামছুন্নাহার
কবিতার নাম হর্তাকর্তার ব্যর্থতা, কবি - শামছুন্নাহার
নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর ২০২১ ০৫:২১
মানুষকে চিনতে না পারা
এ এক বড় ব্যর্থতা,
কি করে হয়েছেন আপনারা
হর্তাকর্তা?
আজকাল মুখোশধারী শয়তান,
পেয়ে যায় উঁচু স্থান,
তাদের শয়তানির জোরে
হর্তা কর্তার পিছে ঘোরে।
করতে পারে এরা নয় ছয়
কিন্তু ধরা ছোঁয়ার বাইরে রয়,
অসৎ কর্মকাণ্ড এদের দ্বারা
সংগঠিত হয়।
হর্তাকর্তারা মনে করেন
এটা অতিরিক্ত যোগ্যতা,
তাদের মাথায় করে নাচেন
গড়ে তোলেন সখ্যতা।
এদিকে নিরীহ নিরপরাধ যারা
দূরত্ব বজায় রেখে চলেন তারা,
তাঁরা সম্মানি,
পদে পদে হতে হয় হয়রানি।
মুখোশধারী শয়তান
হর্তাকর্তার কান ভাঙান,
ওদের কথা শুনে
এনারা যান গলে।
শয়তান গুলো নিরীহদের ফাঁদে ফেলে
কেটে ওঠে ফাঁক তালে,
হর্তাকর্তারা যাচাই বাছাই না করে
নিরীহদের পেষেন যাতা কলে।
এ বর্বর অত্যাচার কবে থামবে?
হর্তাকর্তার ইচ্ছাকৃত ভুল
কখনও কি ভাঙবে?
সম্পাদক: মো: শাহ্ জালাল
যোগাযোগ: ৪৮/৪৯, স্কাই ভিউ মমতা সেন্টার, লিফ্ট-২ কাকরাইল, ঢাকা-১২১৫
মোবাইল: +৮৮ ০১৯৩৭ ৪৬৯৯৯৬
ইমেইল: [email protected]