7825
03/19/2025
কবিতার নাম- ঔষধি পাতা
Print
কবিতার নাম- ঔষধি পাতা
নিজস্ব প্রতিবেদক
২২ অক্টোবর ২০২১ ০৫:০০
ঔষধি পাতা
মোঃ শা হ্ জা লা ল
ঠান্ড সন্ধি কাশি গলা ব্যাথায় তুলসী পাতা।
কাটা ফাটায় জাবে ব্যবহার হয় কলা পাতা।
কাটা ছেঁড়ায় রক্ত বন্ধে গাধা ফুলের পাতা।
গ্যাস্টিক পেটব্যথা দূর হয় দূর্ভা ঘাসের পাতা।
কিরমী ও খোসপাঁচড়া চুলকানিতে নীম পাতা।
আমাশা ও জ্বরে থানকুনি পাতা।
সালাত তৈরীতে ধনিয়া ও তেঁতুল পাতা।
ব্যথা, মালিস ও ডায়বেটিসে আকন্দের পাতা।
মিঠাই পায়েস ও মাংসের ভিতর তেজপাত।
মেজবান বাড়িতে ভাত খেতে পদ্মপাতা।
সকালের নাস্তার টেবিলে চা পাতা।
বমি-টমি ও সরবত তৈরীতে লেবু পাতা।
পথে ঘাটে ফুটপাতে চা খেতে পুদিনা পাতা।
নতুন বধূর হাত রাঙ্গাতে মেহেদী পাতা।
মুখের রুচি বাড়াতে আমলোকি পাতা।
সজীব খেতে পালন পাতা লাউ পাতা।
স্ট্রোক,ক্যানসারের ঝুঁকিতে জলপাই পাতা।
ঠোঁট ও মন রাঙ্গাতে হালখাতায় পান পাতা।
শরীরের হিমোগ্লোবিন বাড়াতে কচু পাতা।
কোষ্ঠকাঠিন্য দূর করে পুইশাকের পাতা।
যৌক্তিক বাড়াতে উলটকম্বল ও সোনা পাতা।
হাট এটাক গ্যাস্টিক কোষ্টকাটিন্ন বোড়উপাতা।
পাটি বুনতে নারকেল ও খেজুর পাতা।
সম্পাদক: মো: শাহ্ জালাল
যোগাযোগ:
৪৮/৪৯, স্কাই ভিউ মমতা সেন্টার, লিফ্ট-২ কাকরাইল, ঢাকা-১২১৫
মোবাইল:
+৮৮ ০১৯৩৭ ৪৬৯৯৯৬
ইমেইল:
[email protected]
© ২০২৫ দৈনিক সমসাময়িক | সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত