7813
03/19/2025
দিলীপ কুমার নাথ এডভোকেট শীপ অর্জন হওয়ায় ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টার কতৃক সংবর্ধনা
দিলীপ কুমার নাথ এডভোকেট শীপ অর্জন হওয়ায় ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টার কতৃক সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক
২১ অক্টোবর ২০২১ ১৭:১৬
সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতা।।
চট্টগ্রামের পটিয়ার কৃতি সন্তান জিরি ইউনিয়নের বাসিন্দা দিলীপ কুমার নাথ এডভোকেট শীপ অর্জন করায় চট্টগ্রাম মহানগর শাখার ডায়মন্ড মার্শাল আর্ট
ট্রেনিং সেন্টার এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দিয়েছে। এসময় উপস্থিত ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টার এর উপদেষ্টা এডভোকেট হোসেন রানা, সিনিয়র প্রশিক্ষক তপন রুদ্র, মাসুদ রানা, হাসান মুরাদ সাগর, মোঃ কামাল হোসাইন, মোঃ কাউছার, সহ ক্লাবের শতাধিক ছাত্র- ছাএীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য চট্টগ্রামের পটিয়ার কৃতি সন্তান সদ্য নির্বাচিত আন্তর্জাতিক কুংফু মহাসচিব ( শিপু ওস্তাদ) দিলদার হাসান দিলু ছাত্র এডভোকেট দিলীপ কুমার নাথ । ডায়মন্ড মার্শাল ট্রেনিং সেন্টারে সকল প্রশিক্ষক ছাএ- ছাএীরা এডভোকেট দিলীপ কুমারের এ কৃতিত্ব অর্জন করায় তার সফলতা ও সুস্বাস্থ্য কামনা করে এবং ভবিষ্যতে পটিয়ার মানুষের সুখে দুঃখে পাশে দাড়ানোর আহবান জানান।
সম্পাদক: মো: শাহ্ জালাল
যোগাযোগ: ৪৮/৪৯, স্কাই ভিউ মমতা সেন্টার, লিফ্ট-২ কাকরাইল, ঢাকা-১২১৫
মোবাইল: +৮৮ ০১৯৩৭ ৪৬৯৯৯৬
ইমেইল: [email protected]