03/19/2025 ভবদাহের করাল গ্রাসের একটা জ্বলন্ত উদাহরন যেটা হিন্দু ও মুসলিম সকলেই যার শিকার
ভবদাহের করাল গ্রাসের একটা জ্বলন্ত উদাহরন যেটা হিন্দু ও মুসলিম সকলেই যার শিকার
নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর ২০২১ ০৬:৩৩
মণিরামপুর প্রতিনিধি।।
মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা আম্রঝুটা গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী ও এম এম কলেজ ছাত্রলীগের সাবেক নেতা কুদ্দুসের মা রোকেয়া বেগম মঙ্গলবার সকালে আকস্কিক মৃত্যুবরণ করলে তাকে দাফন এবং সৎকার করতে মহাবিপাকে পড়েন পরিবারটি। ভবহাহের জলাবদ্ধতায় গোটা এলাকায় পানিতে তলিয়ে থাকায় নিজ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা সম্ভব হয়নি। ফলে তাকে অন্যত্র দাফন করতে হয়েছে বলে পারিবারিক সূত্রে জানাযায়।
মরহুমের ছোট ছেলে কুলটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যশোর আব্দুর রাজ্জাক কলেজের ভূগোল বিভাগের প্রভাষক আব্দুল কুদ্দুস বলেন, আমার বসতবাড়ি এবং কবরস্থান পানিতে প্লাবিত থাকায় মৃত মাকে সৎকার করতে চরম হিমশিম খেতে হয়েছে। বাড়ির উঠানে হাঁটুপানি থাকায় আমার নির্মাণাধীন বিল্ডিংয়ে মৃত মায়ের গোসল করিয়েছি। এছাড়া নিজেদের পারিবারিক কবরস্থানে কোমর পানি জমে থাকায় গোষ্টির (শরীকদের) একটু শুকনো সাবেক কবরস্থানে মায়ের দাফন কাজ সম্পন্ন করতে হয়েছে।
তিনি ক্ষোভের সাথে বলেন, আজ নিজের মাকে নিজস্ব কবরস্থানে না রাখতে পেরে এবং সুষ্ঠু পরিবেশে দাফন করতে না পারায় আমাদের পরিবারের মাঝে একটা ঝড় বয়ে গেল।