মাহবুবুর রহমান জিলানী,টঙ্গী (গাজীপুর)।।
গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গীর ৫৪ নং ওয়ার্ড খাঁ পাড়া সৌদি মসজিদ হতে দিঘির পাড় পর্যন্ত আরসিসি বক্স ড্রেন নির্মাণ কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন।
গত কাল সোমবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো নাসির উদ্দীন মোল্লার উদ্বোধনের মাধ্যমে নির্মাণ কাজ শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খাঁ পাড়া জামে মসজিদের সভাপতি ও যুবলীগ নেতা হাজী মো তাহের খাঁন,টঙ্গী পাইলট স্কুল এন্ড কলেজ সিনিয়র শিক্ষক মো ইউসুফ খাঁন,দলিল লিখক কাদির মুক্তার খাঁন,মো হাতেম মাষ্টার, আল নুর একাডেমি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম খাঁন,হাজী মো ইয়ার খাঁন, মো হোসেন খাঁন,মো সাইফুল ইসলাম বিপ্লব,মো মনির হোসেন, যুবলীগ নেতা রবিউল ইসলাম দুলু প্রমুখ।
দীর্ঘ প্রত্যাশীত পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় এই এলাকার মানুষকে বর্ষাকালে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। সেই দুর্ভোগের কথা চিন্তা করে গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রায় কয়েক লক্ষ টাকা ব্যয়ে অত্যাধুনিক আরসিসি বক্স ড্রেন নির্মাণ কাজের উদ্ভোদন করেন।
এসময় উপস্থিত যুবলীগ নেতা হাজী মো তাহের খাঁন বলেন, দীর্ঘদিন যাবত এই রাস্তা ও ড্রেনের খুব খারাপ অবস্থা। গাড়ি ও সাধারণ মানুষের চলাচলে খুব সমস্যা সৃষ্টি হয়।প্রায় সময় রাস্তায় জেম লেগে যায়। গাজীপুর সিটি কর্পোরেশন ও ওয়ার্ড কাউন্সিলরের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন ও এই ড্রেন ও রাস্তা হলে এলাকার সকল উন্নয়ন হবে বলে তিনি জানান।
ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো নাসির উদ্দীন মোল্লা বলেন, গাজীপুর সিটি কর্পোরেশন ১৫১০ প্যাকেজ আওতায় সারে ৪ ফিট প্রস্তত এ ড্রেনের কাজ করা হবে।এতে করে এলাকার জনগণের কল্যাণ বয়ে আনবে। দীর্ঘদিনের কষ্ট দূর হবে। এবং এলাকায় সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন।