03/19/2025 চিরিরবন্দরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার
চিরিরবন্দরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২১ ১৬:৪৩
পি কে রায়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি।।চিরিরবন্দরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার
দিনাজপুরের চিরিরবন্দরে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকালে উপজেলার বিভিন্ন দূর্গা পূজা মন্ডপে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি ও পুলিশ সুপার আনোয়ার হোসেন পিপিএম।
পরিদর্শন কালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় পূজার শুভেচ্ছা বিনিময় করেন। নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এসময় তাঁরা সকলকে স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দূর্গাপূজা উদযাপনের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোসলেম উদ্দীন বসুনিয়া প্রমূখ।
চিরিরবন্দর কেন্দ্রীয় মন্দির, বলাইবাজার মন্দির, লালদিঘি মন্দির, রাজাপুর মন্দিরসহ বেশ কয়েকটি পূজা মন্দির পরিদর্শন করেন। এবছর চিরিরবন্দর উপজেলায় ১৪৬টি মন্ডপে সার্বজনীন দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।