মণিরামপুরে চেয়ারম্যান নাজমা খানমের উপর সন্ত্রাসী হামলার চেষ্টা- থানায় জিডি
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২১ ১৩:২৭
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানমের উপর প্রকাশ্য সন্ত্রাসী হামলার চেষ্টার অভিযোগ উঠছে। এ ঘটনায় চেয়ারম্যান নাজমা খানম বাদী হয়ে উপজেলার হানুয়ার গ্রামের আমির চানের ছেলে আকরাম হোসেন নাম উল্লেখ করে মঙ্গলবার থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
জিডি ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর ১.৩০ ঘটিকার সময় এ ঘটনার একটি ভিডিও হাদিউজ্জামান হাদি নামক এক ব্যক্তির ফেসবুক আইডির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায় একজন মধ্য বয়সী লোক বয়স আনুমানিক ৪৫ বছর বাঁশ হাতে উপজেলা চেয়ারম্যান এর কার্যালয়ের সিড়ি বয়ে উপরে উঠছে এবং উপজেলা চেয়ারম্যানকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান নাজমা খানম বলেন আকরামের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ভবিষ্যতে নিজের নিরাপত্তার স্বার্থে আমি মণিরামপুর থানায় গত ১২ই অক্টোবর একটি সাধারণ ডায়েরী (জিডি নং-৫৫৩) করেছি।