03/19/2025 গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে উপজেলার ১০টি পূজা মন্ডপ পরিদর্শন
গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে উপজেলার ১০টি পূজা মন্ডপ পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক
১৩ অক্টোবর ২০২১ ০৪:৫১
ওসমান গনি গজারিযা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা দুঃস্থদের মাঝে উপ হার সামগ্রী বিতরণ করেছেন এমপি অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস । মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা অবধি তিনি নেতাকর্মীদে সঙ্গে নিয়ে দলবদ্ধভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পূজা মন্ডপগুলো পরিদর্শন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, গজারিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী, গজারিয়া উপজেলার পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি, গজারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকি খোকন, বীর মুক্তিযুদ্ধা শফিউল্লাহ, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব ভূঁইয়া, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু, ভবেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সাঈদ লিটু, থানার ওসি রইস উদ্দিন, গজারিয়া শাখা পুজা উৎযাপন পরিষদ কমিটির সভাপতি প্রদীব চক্রবর্তী, গজারিয়া শাখা পুজা উৎযাপন পরিষদ কমিটির সাধারণ সম্পাদক নরেন রাজবংশী, ছাত্র যুবক পরিষদের সাধারন সম্পাদক প্রদিব রাজবংশী, ১০টি পুজা মন্ডবের সভাপতিও সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইস উদ্দিন জানান, এবারে উপজেলার ৫টি ইউনিয়নের ১০টি পূজা মন্ডবে যাতে সুশৃংখল শাস্তি ভাবে পূজা উদযাপন করতে পারে। সেজন্য গজারিয়া থানার আইন শৃঙ্খলা বাহিনীর ও মোটরসাইকেল টিম অনবরত মাঠে রয়েছে।
গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী জানান,
নির্বিঘ্নে পূজা প্রতিটি মণ্ডপে নিরবচ্ছিন্ন নিরাপত্তা দিতে পুলিশ, আনসার ও সাদা পোশাকধারী পুলিশও মোতায়েন রয়েছে। কোথাও অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কা নেই বলেও জানান তিনি।