03/19/2025 গজারিয়ায় কেরির টেবলেট খেয়ে তিন সন্তানের জনকের আত্মহত্যা
গজারিয়ায় কেরির টেবলেট খেয়ে তিন সন্তানের জনকের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর ২০২১ ১৬:৫৮
ওসমান গনি,গজারিযা প্রতিনিধি।।
মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা তিন সন্তানের জনক মোঃসফিকুল ইসলাম(৩৫) নামের এক ব্যক্তি কেরির টেবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের পুরাতন চর চাষী গ্রামের তিন সন্তানের জনক মোঃসফিকুল ইসলাম সোমবার রাত আনুমানিক ২ঘটিকার দিকে গ্রামের কলাপাড়ার চকের মধ্যে কেরির ট্যাবলেট খেয়ে পড়ে আছে,যা সে তাঁর লিবিয়া প্রবাসী ভাইকে ফোন করে জানায়,এ সময় ভাইকে অনুরোধ করে তাঁর সন্তানদের দেখে রাখতে।প্রবাসী ভাই তাৎক্ষণিক বিষয়টি পরিবারের লোকজনকে জানায়,পরে পরিবারের লোকজন চকের মধ্য থেকে খোঁজাখুঁজি করে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে তাঁর চাচাতো ভাই মোসলেম মিয়া জানান,সফিকুল দীর্ঘদিন যাবৎ আর্থিক সমস্যার কারনে দেনাগ্রস্থ থেকে হতাশ ছিল,ধারনা করা হচ্ছে সেই হতাশা থেকেই কেরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।
নিহত মোঃসফিকুল ইসলাম গুয়াগাছিয়া ইউনিয়নের পুরাতন চর চাষী গ্রামের আব্দুল আজিজ এর ছেলে।সফিকুল বাবা-মা, স্ত্রীসহ তিন ছেলে রেখে গেছেন।
এদিকে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দীন জানান,এ বিষয়ে অপমৃত্যুর একটি সংবাদ পেয়েছি,প্রয়োজনীয় আইন গত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।