ওসমান গনি, বিশেষ প্রতিনিধি।।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নে পূর্বশত্রুতার জের ধরে সৈকত প্রধান (২৪) নামে এক যুবকের উপর অতর্কিত হামলা করেছে প্রতিপক্ষ।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বড়ইকান্দি ভাটেরচর গ্রামে এ ঘটনা ঘটে। সৈকত প্রধানওই গ্রামের শাহাবুদ্দিন প্রধানের ছেলে। আহত সৈকত প্রধান কে প্রথমে গজারিয়া জেনারেল হাসপাতালে ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বজনরা সোনারগাঁও উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আহত সৈকত প্রধান প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সৈকত প্রধানের বাবা শাহাবুদ্দিন প্রধান স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, শুক্রবার সন্ধ্যায় ভাটেরচর নতুন রাস্তা থেকে আমার ছেলে সৈকত বাড়ি ফেরার পথে বড়ইকান্দি ভাটেরচর দক্ষিণ পাড়া নতুন মসজিদের সামনে সড়কের উপর আসলে গ্রামের দায়েন মোল্লার ছেলে কবির হোসেন (২২) ও আলমগীর হোসেনের ছেলে শাহাআলম (২১) তাদের নেতৃত্বে ৮/১০ জন লোক তার ছেলের উপর হামলা চালায়। এ সময় সৈকত প্রধানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সে প্রানে বেঁচে যায়। গুরুত্বর আহতবস্থায় সোনারগাঁও একটি প্রাইভেট হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বেশকিছু যুবকরা জানান, কবির হোসেন ও শাহাআলম এলাকায় বিভিন্ন অপকর্মে সাথে জড়িত। এ নিয়ে প্রতিবাদ করায় সৈকত প্রধানের সাথে তাদের বিরোধ সৃষ্টি হয়। বিরোধ কে কেন্দ্র করেই আজকের এ ঘটনা ঘটেছে বলে জানান তারা।
এদিকে এ ঘটনার খবর শোনে ওই রাতেই ঘটনার স্থল পরিদর্শন করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার পরিদর্শক তদন্ত তানভীর হোসেন জানান অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।