মণিরামপুর প্রতিনিধি।।
যশোর জেলার মণিরামপুর উপজেলার জামাত-শিবিরের ঘাঁটি খ্যাত ভোজগাতী ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ হারুন-অর-রশিদ কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে দেলুয়াবাড়ী নিজ গ্রাম থেকে হারুন-অর-রশিদ গ্রেপ্তার হন। দেলুয়াবাড়ি গ্রামের মতলেব গাজীর ছেলে হারুন-অর-রশিদ উপজেলা ছাত্রলীগের সদস্য এবং ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
ভোজগাতী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা দীপু হারুন-অর-রশিদের গ্রেপ্তার সম্পর্কে নিশ্চিত করেন। ভোজগাতী ইউনিয়ন ছাত্রলীগের একজন পরীক্ষিত কর্মী হারুনুর-আর-রশিদ গ্রেপ্তার হওয়ার পর উপজেলা ছাত্রলীগের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেন সাবেক এই ছাত্রনেতা দিপু। তিনি বলেন আমরা মর্মাহত দুঃসময়ের পরীক্ষিত কর্ম কে জামাতের দেওয়া মিথ্যা মামলায় গ্রেফতার হতে হলো। হারুন গ্রেফতার হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা মামলারয় গ্রেপ্তারের প্রতিবাদে ঝড় উঠলেও উপজেলা ও জেলা ছাত্রলীগ নীরবতা পালন করছে।

মামলার বিবরণ সূত্রে জানা যায় ভোজগাতী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জামাত নেতা হুমায়ুন কবির মুক্তার গত দুই বছর আগে চালকিডাঙা বাজারে হামলার শিকার হন। সেই সময়ের দায়েরকৃত মামলায় হারুন অর রশিদ গ্রেফতার হয়েছেন। গত দুই মাস হলো ইউপি চেয়ারম্যান ও জামায়াত নেতা হুমায়ুন কবির মুক্তার হঠাৎ অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দিকী হারুন অর রশিদ এর গ্রেপ্তার হওয়ার সম্পর্কে নিশ্চিত করে বলেন, হারুন-অর-রশিদ একটি মামলার পরোয়ানার আসামি। তাঁকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।