03/19/2025 গজারিয়ার বালুয়াকান্দীতে ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্ধোধন
গজারিয়ার বালুয়াকান্দীতে ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্ধোধন
নিজস্ব প্রতিবেদক
৮ অক্টোবর ২০২১ ১১:১৩
ওসমান গনি, গজারিয়া প্রতিনিধি।। গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের বালুয়াকান্দী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কাজিরগাঁও পর্যন্ত ড্রেন নির্মাণ কাজের উদ্ধোধন করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় আনুষ্ঠানিক ভাবে এই কাজের শুভ উদ্ধোধন করা হয়।উদ্ধোধন করেন ৩নং ওয়ার্ড এর ইউঃপিঃ সদস্য মোঃহাসান মাহমুদ(রিপন),এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বালুয়াকান্দী ইউনিয়ন আওয়ামীলীগ এর সহ সভাপতি মোঃশামছুল হুদা খাঁন মাখন,৩নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি মোঃদীল ইসলাম (দিলা),আওয়ামী যুবলীগ নেতা মোঃমানিক মিয়া, লিটন শিকদার,আঃকাদির প্রধান,খোকন মিয়া,ঠিকাদারী প্রতিষ্ঠান এর মালিক মোঃফারুক হোসেন প্রমুখ।
জানা যায়,বৃষ্টির পানি জমা হয়ে এ পথে জলাবদ্ধতার সৃষ্টি হতো,ফলে পিচঢালা এ পথ অল্প ক'দিনেই ভেঙ্গে গেছে,সৃষ্টি হয়েছিল জন দূর্ভোগের।বালুয়াকান্দী শহীদ মিনার থেকে কাজিরগাঁও প্রায় ২০০মিটারের এই ড্রেনটি এল,জি,ই,ডির(শহর উন্নয়ন প্রকল্প)আওতায় টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করে,আজ তাঁর নির্মাণ কাজের শুভ উদ্ধোধন করা হলো।
এ বিষয়ে হাসান মাহমুদ রিপন বলেন,আমি আজ আনন্দিত আমার এলাকার জলাবদ্ধতা দূর করার লক্ষ্যে এই ড্রেনটি খুব'ই দরকার ছিল।যা আজ বাস্তবায়িত হতে চলছে।