03/19/2025 অতি গোপনে অব্যবসায়ীদের'দিয়ে রাজগঞ্জ বাজার উন্নয় কমিটি গঠন
অতি গোপনে অব্যবসায়ীদের'দিয়ে রাজগঞ্জ বাজার উন্নয় কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর ২০২১ ১৬:২১
বিশেষ প্রতিনিধি।।
দীর্ঘ এক যুগের বেশী সময় রাজগঞ্জ বাজার কমিটি নেই। যার কারনে প্রকৃত ব্যাবসায়ীরা বাজার কে কয়েকটি খন্ডে বিভাক্ত করে কমিটির মাধ্যমে নাইট ডিউটি সহ সকল কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
এদিকে কিছু দিন পূবে বাজার উন্নয়নের নামে বাজার কমিটি করার জন্য রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আলোচনায় বসে ব্যাবসায়ীরা। ওই বৈঠাকে বাইরের লোক বাজার কমিটিতে আসার চেষ্টা করায় ব্যাবসায়ীদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। হাতাহাতির এক পর্যায়ে মিটিং টা স্থগিত হয়ে যায়। উল্লেখ্য সরকারি বিধি মালায় বাজারের সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান পদাধীকারে সভাপতি হবেন এবং একজন প্রতিষ্ঠিত ব্যাবসায়ী সাধারণ সম্পাদক হবেন।কিন্তু সেই বিধি তোয়াক্কা না করে সম্প্রতি কিছু অব্যাবসায়ী লোকের কূটকৌশলে অতি গোপনে একটি মন গড়া কমিটি গঠন করেন। ওই কমিটির যিনি সাধারণ সম্পাদক হয়েছেন, তিনি হলেন অব্যাবসায়ী। সম্প্রতি সেই ব্যাক্তি পুরো বাজারকে নিজ আয়াত্বে নিতে বাজারের দোকানদারদের তালিকা করতে শুরু করে। বিষয়টি বাজারে একাংশের কমিটির নজরে পড়লে তারা বাধা সৃষ্টি করে। এমনকি বাধা সৃষ্টিকারি সেই একাংশের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে জরুরি ভিত্তিতে মঙ্গলবার বিকালে জরুরি বৈঠক বসানো হয়। বৈঠকে আলোচনা সমালোচনার এক পর্যায় উপস্থিত সকল দোকানদারদের সম্মতি ক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় পূর্বে যে ভাবে এই একাংশ পরিচালনা করা হতো সেই ভাবে পরিচালনা করা হবে। প্রয়োজনে দোকানদারা নিজের নাইট ডিউটি করবেন বলে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করা হয়।এবিষয়ে এই একাংশের কমিটির সাধারণ সম্পাদক বলেন সদ্য অতি গোপনে যে বাজার উন্নয়ন কমিটি গঠন করা হয়েছে ঐ কমিটির সাধারণ সম্পাদক একজন অব্যাবসায়ী। তার দ্বারা বাজারের প্রকৃত ব্যাবসায়ীরা মঙ্গল কামনা করতে পারে না। যার কারনে আমরা একাংশের ব্যাবসায়ীরা ঐ কমিটির কথা মানতে না পারায় পূর্বের এই একাংশের কমিটিরাই নাইট ডিউটি সহ সকল কর্মকাণ্ড নিজেরাই পরিচালনা করবো।