03/18/2025 সময়ের আলোচিত কবি "অলিয়ার রহমান" এর শিক্ষক দিবস উপলক্ষে লেখা কবিতা-ঋণ
সময়ের আলোচিত কবি "অলিয়ার রহমান" এর শিক্ষক দিবস উপলক্ষে লেখা কবিতা-ঋণ
নিজস্ব প্রতিবেদক
৫ অক্টোবর ২০২১ ১৩:১৯
ঋণ
অলিয়ার রহমান।
জীবনের গান গাবো হাসিমুখে - কাঁদিলে কাঁদুক মন,
সুরগুলো যেন বুঝিতে না পারে- আজ বিদায়ের ক্ষণ।
ভুবন মাঝে আসা যাওয়া খেলা আপন নিয়মে চলে,
সেই প্রাণ আজি কোথা পাবো হায় বাঁধি তারে মায়াজাল
গণ্ডীর মাঝে সীমিত জীবন, সীমিত হৃদয় রেখা,
তাইতো তাহার সবটুকু দান হয়নি দু-চোখে দেখা।
খুজিতে চাইনি মানবের মাঝে মহামানবের বাস,
ব্যর্থ সেসব দিনগুলি আজি করে শুধু পরিহাস।
হৃদয়ের সব সঞ্চিত ব্যাথা দুচোখে বেঁধেছে বাসা,
মন কেঁদে বলে- কোথা ছিল হায় এতোসব ভালবাসা!
পৃথিবীর সব হীরা জহরত দু'হাতে করেছে দান,
হাত পেতে নেব তাওতো পারিনি- বুঝিনি তাহার মান।
আজ মন বলে আর কি পাবো না - সোনাঝরা সেই দিন?
দুর থেকে যেন কে হেসে শুধায়- শোধিবে তাহার ঋণ?
আমি কেঁদে বলি সাধ্য কি আমার, আমি কোন মহারাজ
ভিক্ষার ঝুলি হাতে নিয়ে ঘুরি - এইতো আমার সাজ।
রাজা যদি হই প্রজাদের কাছে - গুরুর কাছে তো নই,
তাহার কাছে চিরঋণী তবু, রাজা যদি আমি হই।
জনমে জনমে মাথা পেতে নেব - আমার ঋণের দায়,
সুন্দর তুমি, সুমহান তুমি, তোমারই হোক জয়।