বিশেষ প্রতিনিধি।।
অভয়নগরে জোর পূর্বক অন্যের জমি দখলের পায়তারার ঘটনায় অভয়নগর থানায় ৪ অক্টোবর সোমবার লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগীর পরিবার।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আব্দুল গণি শেখের স্ত্রী সেলিনা পারভীনের কাছ থেকে ১১৩৫/২০১৯ নং দলিল মূলে গত ২৭ ফেব্রæয়ারী’১৯ তারিখে সাভার-বুড়িরপাড়া এলাকার মৃত মোঃ ইসহাকের পুত্র দুলাল হোসেন কাপাশহাটি মৌজায় আরএস ১৪৮,১৬৭,১৮২,১৮৩,১৮৪,১৯৩ দাগে মোট ১৫ শতক জমি ক্রয় করেন যাহা দুলাল হোসেনের নামে নামপত্তন সম্পন্ন হয়েছে। উক্ত জমিতে কাপাশহাটি এলাকার মৃত সাহেব আলী ফকিরের পুত্র সালাম ফকির(৫২) অজ্ঞাত ১৫/১৬ জনের একটি সংঘবদ্ধ দল নিয়ে অবৈধভাবে দখলের উদ্দেশ্যে তিন সারি সিরীষ গাছ রোপন করে।
এ বিষয়ে জমির মালিক দুলাল হোসেন বলেন, আমি শান্তিকামী লোক এবং ঐ এলাকার স্থানীয় না হওয়ায় স্থানীয় প্রভাব কাজে লাগিয়ে আমার জমি জবরদখল করছে সালাম ফকির।
এ বিষয়ে অভয়নগর থানার ডিউটি অফিসার এসআই শামিম বলেন, অভিযোগটি পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।