03/18/2025 মণিরামপুর উপজেলার ৫ লাখ মানুষ কাঙ্খিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত
মণিরামপুর উপজেলার ৫ লাখ মানুষ কাঙ্খিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত
নিজস্ব প্রতিবেদক
৩ অক্টোবর ২০২১ ১১:০৪
মণিরামপুর ( যশোর) সংবাদদাতা।।
যশোর জেলার মনিরামপুর উপজেলা ১৭ টি ইউনিয়ন ও একটি পৌর সভা নিয়ে গঠিত। এখানে প্রায় ৫ লক্ষাধিক লোকের চিকিৎসা সেবারজন্য একমাত্র ভরসাস্হল মনিরামপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স। এখানে রাতদিন ২৪ ঘন্টা চিকিৎসা সেবা নেয়ার জন্য শত শত নারী পুরুষ হাসপাতালে ভিড় জমায়।
গত রবিবার সরেজমিনে মনিরামপুর স্বাস্হ্য কমপ্লেক্সে যেয়ে দেখা যায় প্রায় ৪ শ নারী পুরুষ চিকিৎসা সেবা নেয়ার জন্য হাসপাতাল গেট থেকে লন্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। একটি মেয়ে লাইন গুলো ঠিক রাখার চেষ্টা করছে। দীর্ঘ লাইনে মেয়েরা দাঁড়িয়ে অনেকে অস্বস্তি ও অসুস্হতা বোধ করছিল। দেখা গেছে এই বিশাল জন বহুলের চিকিৎসায় নিয়োজিত আছেন ৪ জন মেডিকেল অফিসার ও এক জন সেকমো ডাক্তার। যারা মিনিটে ২ জন রুগী দেখছেন। জানা যায়,দন্ত বিভাগে একজন ডেন্টাল সার্জনের পদ আছে কিন্তু ৪/৫ মাস যাবৎ দন্ত চিকিৎসকের পদ খালি। সেখানে আঃ রউফ নামে একজন দন্ত টেকনিশিয়ান কক্ষে বসে আছেন। ডেনটাল সার্জন ডাঃ কবিতা ৪/৫ মাস আগে জীবন নগর উপজেলায় ট্রান্সফারের পর আর কোন ডাক্তার আসেন নাই। প্রায় ৩/৪ বছর ধরে উপজেলার প্রসূতী মায়েরা নরমাল ডেলিভারী সহ সিজারিয়ান অপারেশন থেকে বঞ্চিত হচ্ছেন। গাইনী ডাক্তার রেবেকা সুলতানা যশোর বদলী হলে এই উপজেলায় আর কোন সিজারিয়ান অপারেশন ও নরমাল ডেলিভারি হয়নি বলে জানান কতৃপক্ষ।
হাসপাতালেরগাইনী চেন্বারে বর্তমান রুগী দেখছেন মেডিকেল অফিসার ডাঃ সারমিন আক্তার। মনিরামপুর হাসপাতালের টি, এইচ,এ ডঃ শুভ্রা রানী দেবনাথ জানান, হাসপাতালে মোট ১৯ টা পদ থাকলেও ডাক্তার আছেন ১৩ জন। কিন্তু সরেজমিনে আজ রোববার ১০ টা উপস্হিত পাওয়া গেছে একজন সেকমো ডাক্তার সহ মোট ৫ জন। এখানে ১ বছর যাবৎ মেডিসিন, সর্জারী ও গাইী কনসালটেন্ট নেই। হাসপাতালের এক্মরে ম্যাশিনটি দীর্ঘ দিন অচল। নেই এক্মরে টেকনিসিয়ান দীর্ঘ ১১ বছর ধরে। এই বিশাল জন গনের সেবায় প্যাথলজি বিভাগে ২ জন প্যাথলজিষ্ট বরাদ্দ থাকলেও একজন প্যাথলজিষ্ট দিয়ে কোন রকম রুগীদের পরীক্ষা নিরীক্ষা করাহয়। অধিকংশ রুগিই বেশী টাকা খরচা করে বাহির থেকে পরীক্ষা করে আনতে হয়। আল্ট্রাসনো গ্রাম মেশিন দীর্ঘ দিন নষ্ট হয়ে পড়ে আছে। নষ্ট হয়ে পড়ে আছে ২ টি এ্যন্বুলেন্সের একটি।
হাসপাতালটিতে বিশেষজ্ঞ ডাক্তার নার্স টেকনোলজিষ্ট ও টেকনিসিয়ান অভাবে চিকিৎসা সেবা থেকে বন্চিত হচ্ছে এখান কার অসহায় মানুষ।