03/18/2025 অভয়নগরে জনচলাচলের রাস্তার উপর হাট ভোগান্তিতে পথচারী
অভয়নগরে জনচলাচলের রাস্তার উপর হাট ভোগান্তিতে পথচারী
নিজস্ব প্রতিবেদক
২ অক্টোবর ২০২১ ০৮:৫৫
বিশেষ প্রতিনিধি।।
অভয়নগরে জনচলাচলের রাস্তার উপর হাট বসায় দূভোর্গে পড়েছেন পথচারীরা। সরেজমিনে দেখা যায়, নওয়াপাড়া পৌরসভা থেকে ইজারা নেওয়া কবুতর-মুরগী হাটটি নির্ধারিত জায়গায় না বসে ভূমি তহশীল অফিসের পেছনের জনচলাচলের রাস্তার দু’পাশ জুড়ে কবুতর-মুরগী ব্যবসায়ীরা তাদের খাঁচাগুলি যত্রতত্র রেখে ব্যবসা করায় রাস্তাটি চলাচলের জন্য ব্যবহার করা দুরুহ হয়ে পড়েছে। বিশেষ করে সপ্তাহের শনিবার ও মঙ্গলবার এ রাস্তাটি দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়ে। পথচারী মোঃ বেল্লাল, রুবেল, ফটিকসহ বেশ কয়েকজন অভিযোগ করেন, নির্ধারিত স্থান ছেড়ে পথের উপর হাট বসানোর ফলে যাতায়াত করতে বেশ বিড়ম্বনার শিকার হতে হয়। এ বিষয়ে কথা বলার জন্য হাট মালিক মোঃ নজরুল ইসলাকে যথাস্থানে পাওয়া যায়নি। তবে হাটের খাঁজনা আদায়কারী সাদ্দাম হোসেন বলেন, হাটের জন্য নির্ধারিত স্থান থাকলেও সেখানে ময়লা-আবর্জনা থাকার কারণে রাস্তার উপর হাট বসাতে বাধ্য হয়েছি। বিষয়টি নিয়ে কথা বলার জন্য নওয়াপাড়া পৌরসভার সচিব মোঃ মোশাররফ হোসেনের মুঠোফোনে বার বার কল দিলেও তিনি রিসিভ করেননি।