03/18/2025 দৈনিক সমসাময়িক নিউজ এর প্রকাশক ও কবি অলিয়ার রহমান এর লেখা কবিতা- সাক্ষাৎকার
দৈনিক সমসাময়িক নিউজ এর প্রকাশক ও কবি অলিয়ার রহমান এর লেখা কবিতা- সাক্ষাৎকার
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২১ ১৫:২৩
সাক্ষাৎকার
অলিয়ার রহমান।
আপনি মোদের মহান নেতা, মাথার উপর ছাতাখান,
জীবন দিতে তৈরি থাকি আমরা নাদান পোলাপান।
দিনে রাতে শিখছি মোরা রাজনীতি আর দেশপ্রেম,
কেমন করে জিততে হবে ইলেকশনের নোংরা গেম।
আমি বাপু গরিব মানুষ - কিনবো দালান, টাকা কই?
তোমার ভাবী কিনতে পারেন, ব্যাপার নিজের একান্তই।
নারী এখন স্বাধীন বেশি, কিনছে দালান কানাডায়,
আমি বলি- সোনামানিক, আমায় একটু দিয়ো ঠাঁই।
ঠিক আছে স্যার, দেখান দেখি - দেশপ্রেমের নমুনা,
অনেক আছে - কিন্তু এসব তোদের আমি কমু না।
কাজের মাঝে দেখতে পাবি ভালবাসার ধরণটা ,
দেশের থেকে পালিয়ে গেলে বুঝবি সেদিন কারণটা।
খেলার মাঠে হেরে গেলে কেউ তা মনে রাখে না,
ইলেকশনে হারলে বাজান বাঁচার উপায় থাকে না।
মাথা এখন গরম বেশি - সামনে আবার ইলেকশন,
শুনছি এবার লড়তে হবে - আর হবে না সিলেকশন।
তাইতো এখন মরার দশা - মাথার উপর উড়ছে চিল,
এমন দিনে শান্ত থাকিস- নইলে ঘাড়ে মারবো কিল।
সামনে বসে চেঁচাস যদি - ধরবো চেপে টুঁটিখান,
এখন আমি রাঘব বোয়াল, সইবো না আর অপমান।
পুলিশ দিয়ে করবো তাড়া, নিখোঁজ হবে আপনজন,
সাক্ষাৎকারের কেমন মজা - বুঝবে তখন বাছাধন।