03/18/2025 চিরিরবন্দরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
চিরিরবন্দরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২১ ১২:৪৬
পি কে রায়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: “আমরা কন্যা শিশু-প্রযুক্তিতে এগিয়ে যাবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বঙ্গবন্ধু হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি র্যালী ও পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকার সভাপতিত্ত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীনের সঞ্চালনায়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সফল পররাষ্ট্র মন্ত্রী ও বর্তমান অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মঞ্জুরুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। এছাড়াও স্থানীয় নারী উদ্যোক্তাবর্গ, সুধীসমাজ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।