গজারিয়ার ভবেরচর ইউঃপিঃচেয়ারম্যান ইঞ্জিঃ সাহিদ মোঃ. লিটন এর নির্বাচনীয় সভা
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর ২০২১ ১৬:১৯
ওসমান গনি,গজারিয়া প্রতিনিধি।।
গজারিয়ায় উপজেলা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ভবেরচর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিঃ সাহিদ মো লিটন এর নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত।
২৯ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৬ঘটিকায় ভবেরচর ইউনিয়নের ৮নং ওয়ার্ড লক্ষীপুর সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে এই নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল ইউঃপিঃ চেয়ারম্যান ইঞ্জিঃ সাহিদ মো. লিটন। লক্ষ্মীপুর গ্রামের মোঃ. ফজলুর মাষ্টার এর সভাপতিত্বে ও বঙ্গবন্ধু @মুহাম্মাদ লিটন ইসলাম সৈনিকলীগ গজারিয়া উপজেলা শাখার সভাপতি হাজী মাহাবুবুল আলম শিপলু'র সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মো. বজলুর রহমান, আমান উল্লাহ, নূর মোহাম্মদ মাষ্টার, দুলাল মাষ্টার, সজল দাস,সামছুল ইসলাম,মো. রাশেদ প্রধান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইভান ফরাজী প্রমুখ।
এ সময় ইঞ্জিঃ সাহিদ মো. লিটন বলেন,এ গ্রামের মায়ের টানে আমি এসেছি লক্ষ্মীপুর গ্রামের ভোটারদের ভালোবাসায় আমি গত নির্বাচনে চেয়ারম্যান হতে পেরেছি আমি আবারও আপনাদের ভালবাসা চাই , তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে আবারও নির্বাচিত করবেন এটাই আমার প্রত্যাশা ।