মোঃ মানছুর রহমান (জাহিদ), বিভাগীয় ব্যুরো প্রধান, খুলনা: খুলনার পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীকে বিদায়ী সংবর্ধনা ও নবাগত ইউএনও হিসেবে মমতাজ বেগমের যোগদান সম্পন্ন হয়েছে। ২৭ সেপ্টেম্বর (সোমবার) দুপুরে উপজেলা পরিষদ মিলানায়তনে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রশাসন, অফিসার্স ক্লাব, পাইকগাছা প্রেসক্লাব, পাইকগাছা সরকারি কলেজ, ইউপি চেয়ারম্যান, আনসার ও ভিডিপি কর্মকর্তা, গ্রাম পুলিশ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।২৮ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে নবাগত ইউএনও মমতাজ বেগম বিদায়ী ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন। এসময় নবাগত ইউএনও মমতাজ বেগম কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন বিদায়ী ইউএনও খালিদ হোসেন সিদ্দিকী। উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুলাই থেকে ইউএনও হিসেবে এবিএম খালিদ হোসেন সিদ্দিকী পাইকগাছা উপজেলায় যোগদান করেন। বিদায়ী উপজেলা প্রশাসনের নির্বাহী এ কর্মকর্তাকে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় বদলি করা হয়েছে। মঙ্গলবার পাইকগাছা উপজেলায় ইউএনও হিসেবে মমতাজ বেগম তার দায়িত্ব ভার গ্রহণ করেছেন।