03/18/2025 মণিরামপুরে প্রধানমন্ত্রী ৭৫তম জন্মদিন উপলক্ষে বৃক্ষ রোপণ
মণিরামপুরে প্রধানমন্ত্রী ৭৫তম জন্মদিন উপলক্ষে বৃক্ষ রোপণ
নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর ২০২১ ০৯:২৬
নিজস্ব প্রতিবেদক মণিরামপুর।।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা, ডিজিটাল বাংলাদেশের রূপকার, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা'র ৭৫তম শুভ জন্মদিন উপলক্ষ্যে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও আগামী দিনের নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন প্রত্যাশী এম.এম ইমরান খান পান্না'র উদ্যোগে গাছের চারা রোপণ কর্মসূচী পালিত হয়েছে। ‘মুজিব বর্ষে আহবান, লাগাই গাছ বাড়াই বন প্রতিপাদ্যে মঙ্গলবার সকালে ইউনিয়নের বিভিন্ন স্কুল-মাদ্রাসা ও সড়কের দু‘পাশের পরিবেশ উন্নয়নের জন্য এসব গাছের চারা রোপন করা হয়। বৃক্ষ রোপনে অংশ গ্রহন করেন চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগ নেতা শহিদুল ইসলাম, মনিরুজ্জামান মনি, মিঠু খান, গোপাল বিশ্বাস, জুয়েল রানা, ইউনুস আলী, আব্দুল সামাদ, কবির হোসেন, শিমুল হসেন, ডাক্তার জিয়াউর রহমান পল্টু, চালুয়াহাটি ইউনিয়ন সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি ইমন খান, সদস্য মাসুদ পারভেজ প্রমূখ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে এসব গাছের চারা রোপণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বিশেষ মোনাজাত করা হয়।