03/18/2025 অভয়নগরে কার্গোর হ্যাজ থেকে পড়ে ঘাট শ্রমিক আহত
অভয়নগরে কার্গোর হ্যাজ থেকে পড়ে ঘাট শ্রমিক আহত
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২১ ১১:১৩
কে.এম আলী।।
অভয়নগরে কার্গোর হ্যাজ থেকে পড়ে মোঃ ইমাম হোসেন (৩৫) নামে এক ঘাট শ্রমিক মারাত্মক ভাবে আহত হয়েছেন।
তিনি নোয়াখালী শেনবাগ উপজেলার শুভপুর গ্রামের মৃত মমিনুর হকের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান,২৭ সেপ্টেম্বর (সোমবার) বেলা ১২ টার দিকে সে তালতলা স্টোন হাউজের ঘাটে এমডি শেখ ব্রাদার্স -২ কার্গোর মালামাল আনলোডের উদ্দেশ্যে কার্গোর হ্যাজ খুলতে গিয়ে অসাবধানতাবশত হ্যাজ থেকে পড়ে যায়। পড়ে গিয়ে তার পেটের ডান পাশে মারাত্মক জখম হয় এবং শরীরের বিভিন্ন স্থানে ছেলে যায় ও তার বাম হাতে মারাত্বক আঘাত লাগে।
এ সময় ঐ ঘাটের সরদার আতাউর রহমান (আতা) ও অন্যান্য ঘাট শ্রমিকরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
ঘাট সরদার আতাউর রহমান (আতা) বলেন, দুর্ঘটনার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। তার চিকিৎসার খরচের বিষয়ে মালিক পক্ষ ও হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে কথা বলব।
আহত ঘাট শ্রমিকের চিকিৎসার ব্যাপারে কোন প্রকার অবহেলা গাফিলতি হবে না বলেও তিনি সাংবাদিকদের জানান।