মনিরামপুরে মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী বন্নি খাতুন (১০) নামে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের ঘিবা গ্রামে। ধর্ষণকারী একই গ্রামের মৃত সাইবালি খায়ের ছেলে জলীল উদ্দীন (৪৫) বলে জানা গেছে।
তথ্যসূত্রে জানাযায়, গত (শনিবার) সন্ধায় বন্নি খাতুন জলিল উদ্দীদের বাড়ির সামনে দিয়ে তার এক বান্ধবীর বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় তখন বাড়িতে কেউ থাকায় জলিল উদ্দীন তাকে জোরপূর্বক ভাবে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে পরবর্তি বন্নি খাতুন চিৎকার দিলে ওই এলাকার কিছু মহিলারা জড়ো হয় ততক্ষণে ঘটনাস্থল থেকে দোষী পালিয়ে যায়।
বিষয়টি জানাযানি হলে, রাত ৮টায় ঘিবা মোড়ে স্থানীয়রা জলিল উদ্দীনকে হাজির করে। এবং শালিশ-বৈঠাকের আয়োজন করে বৈঠাকে জলিল উদ্দীন তার উপরে আনা অভিযোগের কথা স্বীকার করে ক্ষমা চান। শালিশে মাতব্বররা তাকে ১লক্ষ টাকা জরিমানা করলে ওই রাতেই জলিল উদ্দীন তার বাড়ি থেকে পারিয়ে যায়।
নির্যাতিতো বন্নী খাতুনের পরিবার বলেন, আমরা এই স্থানীয়দের বৈঠাক মানি না আমরা কোনো অর্থ-কড়ি চাইনা। আমার মেয়ের প্রতি যে নির্যাতন করা হয়েছে তার সঠিক বিচার চাই। মামলা করতে চাইলে বৈঠাকে থাকা মাতব্বররা আমাদের মুখ বন্ধ রাখতে বলেন এবং জলিল উদ্দীন প্রাণহানির হুমকি দেন তাদের ভরে আমরা মামলা করতে পারছি না বলে জানান তারা।
এবিষয়ে জানতে চাইলে, মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ করলে তার বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।