03/18/2025 গাঙচিল যশোর জেলা শাখার উদ্যোগে কবিতা আসর
গাঙচিল যশোর জেলা শাখার উদ্যোগে কবিতা আসর
নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর ২০২১ ০৪:২৬
বিশেষ প্রতিনিধি।। আজ ২৪ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪.৩০ মিনিটে দড়াটানা রওশন আলী ভবনের নিচতলায় গাঙচিল যশোর জেলা শাখা কর্তৃক মাসিক সাহিত্য সভার আয়োজন করা হয় । সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি এ্যাড: জি এম মুসা। জেলা কমিটির সাধারণ সম্পাদক শহিদুজ্জামান মিলনের সঞ্চলনায় আলোচনা ও কবিতা পাঠ করেন সিনিয়র সহ-সভাপতি কবি অরুণ বর্মন, এম এ কাশেম অমিয়, রেজাউল করিম রোমেল, আব্দুল কাদের, আতিয়ার রহমান,মোঃআঃআলীম, মণিরুল ইসলাম প্রমুখ। শেষে গাঙচিলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা হয়। সব মিলিয়ে শরতের সন্ধ্যাটি ছিল অতি মনোরম ও প্রাণবন্ত।