ফিরোজ মাহমুদ রংপুর।। রংপুরের মিঠাপুকুর উপজেলার ১০নং বালুয়া মাসিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হতে চান আল-মিজান।তিনি বালুয়া মাসিমপুর ইউনিয়নের দীর্ঘদিন ধরে ছাত্রলীগ ও যুবলীগের সভাপতির পালন করছেন।
তিনি ইতিমধ্যে বিভিন্ন উন্নয়ন মূল্যক কর্মকান্ড করে ইউনিয়ন বাসীর কাছে আলোচনায় এসেছেন।আল-মিজান একজন শিক্ষিত,সৎ ও যোগ্য ব্যক্তি।তরুন প্রজন্ম মনে করে আল-মিজান ১০ নং বালুয়া মাসিমপুর ইউনিয়নে এবার নৌকার প্রতীক পাবে সেই সঙ্গে যোগ্য ব্যক্তি হিসেবে অত্র ইউনিয়নের সেবা করবে।আল-মিজান বলেন,আমি আধুনিক মিঠাপুকুরের রুপকার এইচ,এন আশিকুর রহমান আস্হাভাজন হতে চাই এবং তরুনপ্রজন্মের অহংকার, মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমান ভাইয়ের নির্দেশনা মেনে মিঠাপুকুর তথা ১০নং বালুয়া মাসিমপুর ইউনিয়ন দূর্নীতি মুক্ত ও মাদকমুক্ত সমাজ গড়তে চাই।আমি নির্বাচিত হলে ১০নং বালুয়া মাসিমপুর ইউনিয়নকে উপজেলার রোল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।তিনি সবার দোয়া ও সহযোগিতা চেয়েছেন।