03/18/2025 মণিরামপুরে ক্লিনিকের মালিক ডাক্তার না হয়েও করেন রুগীর অপারেশন; ক্লিনিক বন্ধের নির্দেশ
মণিরামপুরে ক্লিনিকের মালিক ডাক্তার না হয়েও করেন রুগীর অপারেশন; ক্লিনিক বন্ধের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর ২০২১ ১৬:৪৭
মনিরামপুর ( যশোর) সংবাদদাতা।।
গত মঙ্গলবার মনিরামপুরে যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহিন মনোয়ারা ক্লিনিকে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের জন্য ক্লিনিক টি ১ সপ্তাহের ভিতর বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি জানান,অভিযান কালে ক্লিনিকের অপারেশন থিয়েটারে উপজেলার মাছনা গ্রামের এনামুল হকের স্ত্রী সেলিনা খাতুনের সিজারের কাজ চলছিল।তিনি ওটি কক্ষে নিজেই প্রবেশ করে কোন সার্জন, এ্যানেসথেসিষ্ট, ডিপ্লোমা নার্স পাননি।।তখন তিনি নিজে ওটিতে থেকে সিজার সন্পন্ন করান।
হাসপাতালে ১০ টি বেড থাকার নিয়ম থাকলেও সরে জমিনে ১৮ টি বেড ও সিজারিয়ানের ৪ জন রুগী ভর্তি ছিল। ৪ জন নার্স এর কারও ডিপ্লোমা সার্টি ফিকেট নেই। ক্লিনিক কর্তৃপক্ষ নার্স ও ডাক্তারের কোন কাগজ পত্র দেখাতে পারেননি। অপারশন থিয়েটারে এনামুল হক নামে এক জন এম বি বি এস ডাক্তার থাকলেও তিনি সার্জিক্যালে পারদর্শী নয় এবং তার ওই ক্লিনিকে নিয়োগ পত্রের কোন কাগজ দেখাতে পারেনাই ক্লিনিক কর্তৃপক্ষ। ডাক্তার ও শিক্ষানবিশ নার্স রাবেয়া জানান, ক্লিনিক মালিক আঃ হাই নিজেই ওই দিন সহ অন্যান্য দিন নিজেই অপারেশন করেন।
ক্লিনিকে অভিযান কালে উপস্হিত ছিলেন যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহিন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ সাইনুর সামাদ, মনিরামপুর হাসপাতালের টি, এইচ, এ ডাঃ শুভ্রা রানী দেবনাথ, ডাঃ অনুপকুমার বসু সহ মনিরমপুর থানা পুলিশ। উল্লেখ্য গত ২ বছর আগে মালিক নিজে অপারশন করার জন্য এক প্রসূতির মৃত্যুর ঘটনায় ঢাকা হাই কোর্টে মামলা চলমান রয়েছে। বর্তমানে ক্লিনিকের লাইসেন্স নবায়ন নাই।