03/18/2025 বাংলাদেশ'কে সমৃদ্ধির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে সকলকে ঐক্যের মাধ্যমে কাজ করতে হব- আবুল হোসেন
বাংলাদেশ'কে সমৃদ্ধির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে সকলকে ঐক্যের মাধ্যমে কাজ করতে হব- আবুল হোসেন
নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২১ ০৮:৩৬
উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস॥
মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের চেয়ারম্যান, আগামী দিনের নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবুল হোসেন বলেছেন, বাংলাদেশ এক সময় গরীবের দেশ ছিল। ভিক্ষুকের দেশ ছিল। কিন্তু সেই দিন এখন আর নেই। আজ বাংলাদেশ আর গরীবের দেশ নয়, ভিক্ষুকের দেশ নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যার কারণে দেশের উন্নয়ন হচ্ছে। দেশের মানুষের উন্নয়ন হচ্ছে। দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে মশ্মিমনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে
২৭০ জন অসহায়, দরিদ্র, চা দোকানদার দের মাঝে জি.আর এর ১০ কেজি চাউল বিতরণকালে
বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার জনগণকে দুর্নীতি ও ক্ষুধামুক্ত একটি দেশ উপহার দিতে চায়। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়াই বর্তমান সরকারের লক্ষ্য। বাংলাদেশকে বিশ্বের দরবারে সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সকলকে ঐক্যের মাধ্যমে কাজ করতে হবে। তিনি আরো বলেন, আমার নেতা প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের সার্বিক সহযোগিতায় ও তার নির্দশনায় আমি এলাকার উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।