7026
03/18/2025
মনিরামপুরে উপজেলা ব্যাপী 'মণিরামপুর((Monirampur)) গ্রুপ'র বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন
মনিরামপুরে উপজেলা ব্যাপী 'মণিরামপুর((Monirampur)) গ্রুপ'র বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর ২০২১ ০৮:৫২
নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি: ‘প্রকৃতি সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি’-এ শ্লোগানকে সামনে রেখে চলতি বছরে উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং রাস্তার পাশে ফলজ, বনজ ও ভেষজসহ বিভিন্ন প্রজাতির ৫হাজার বৃক্ষরোপনের কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ‘মণিরামপুর গ্রুপ’র এর উদ্যোগে প্রেসক্লাব ভবনের সামনে মানববন্ধন কর্মসূচী শেষে এ বৃক্ষের চারা রোপনের শুভ উদ্বোধন করেন মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ লিটন।
এদিকে এদিন সকাল সাড়ে ১১টায় সংগঠনটির উদ্যোগকে বৃক্ষরোপন কর্মসূচী শতভাগ বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় নিয়ে দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে চারা রোপনের উদ্বোধন করেন মণিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম মজনুর রহমান।
এ সময়ে উপস্থিত ছিলেন মণিরামপুর পৌর কাউন্সিলর আদম আলী, সাবেক ছাত্রনেতা ও মণিরামপুর গ্রুপের প্রতিষ্ঠাতা ও এডমিন শাহাজালাল, মণিরামপুর ড্রাগ এন্ড কেমস্টি সমিতির সাবেক সম্পাদক মোতাহারুল ইসলাম মুক্তার, সেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ বন্ধনের সভাপতি মুর্শিদ হাসান ইমন, সাংবাদিক তাজাম্মুল হোসেন, মণিরামপুর গ্রুপের সদস্য আব্দুর রউফ, আশিক, রাসেল, মোঃ সাদ, সাইদুজ্জামান মিলনসহ বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক: মো: শাহ্ জালাল
যোগাযোগ: ৪৮/৪৯, স্কাই ভিউ মমতা সেন্টার, লিফ্ট-২ কাকরাইল, ঢাকা-১২১৫
মোবাইল: +৮৮ ০১৯৩৭ ৪৬৯৯৯৬
ইমেইল: shomosamayiknews@gmail.com