03/18/2025 গজারিয়ায় ছাত্রলীগ নেতা-কর্মীদের মাঝে মতবিনিময় সভা ও বই বিতরণ
গজারিয়ায় ছাত্রলীগ নেতা-কর্মীদের মাঝে মতবিনিময় সভা ও বই বিতরণ
নিজস্ব প্রতিবেদক
৬ সেপ্টেম্বর ২০২১ ১৪:৪২
ওসমান গনি, গজারিয়া প্রতিনিধি: গজারিয়ায় উপজেলা ছাত্রলীগ এর শতাধিক নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় সভা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা"অসমাপ্ত আত্ন জীবনী"বই বিতরণ করেন। আজ সোমবার বিকাল ৫ঘটিকার উপজেলা ছাত্রলীগ এর উদ্যোগে উপজেলার সোনালী মার্কেটস্থ গজারিয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে মত বিনিময় সভা ও বই বিতরণ করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাঃসম্পাদক ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আমিরুল ইসলাম।উপজেলা ছাত্রলীগ এর সিনিঃসহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও গজারিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আবু তালেব ভূঁইয়া,সাবেক জেলা ছাত্রলীগ এর সহ- সভাপতি আজিজুল হক পার্থ,গজারিয়া কলেজ ছাত্রলীগ এর সাবেক সাঃসম্পাদক আবুল বাশার সজল,উপজেলা তাঁতীলীগ এর সভাপতি মনিরুজ্জামান তালুকদার তপন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর যুগ্ম সম্পাদক আবু সালেহ প্রধান,পরিবহন শ্রমিক নেতা মোঃরিটু প্রধান,জেলা ছাত্রলীগ এর গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সজিব খাঁন,উপজেলা ছাত্রলীগ এর সহ-সভাপতি মোঃহাবিবুর রহমান,ফয়সাল আহমেদ খাঁন(সেতু), সভায় সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগ এর যুগ্ম সম্পাদক শামীম আহমেদ জয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে আমিরুল ইসলাম, ছাত্রলীগের সমাজ সেবামূলক বিভিন্ন কর্মকান্ডে জন্য প্রসংশীত করেন,ছাত্রলীগকে দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান করেন। সভা শেষে শতাধিক ছাত্রলীগ নেতা কর্মীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর লেখা অসমাপ্ত আত্নজীবনী বিতরণ করা হয়।