03/18/2025 এনজিও কর্মকর্তার স্ত্রী ও প্রবাসে থাকা যুবকের প্রেমিকা বিথীর কারণেই লাশ হলো মনি
এনজিও কর্মকর্তার স্ত্রী ও প্রবাসে থাকা যুবকের প্রেমিকা বিথীর কারণেই লাশ হলো মনি
নিজস্ব প্রতিবেদক
৬ সেপ্টেম্বর ২০২১ ০৬:৩৩
আনোয়ার পারভেজ অনুজ।।
মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার মনোহরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুজ্জামান মনির সাথে দীর্ঘদিন যাবত পরকীয়া চালিয়ে আসছিলো এনজিও কর্মকর্তা সাইদুর রহমানের স্ত্রী বিথী। এই সম্পর্ক গড়ে ওঠে সাইদুর রহমান যখন রাজগঞ্জ বাজারে ওয়েব ফাউন্ডেশনে চাকরীরত ছিলেন সেই সময় থেকে।
এখান থেকে বদলী হয়ে শার্শার কাজিরবেড় এলাকায় স্ত্রী বিথীকে নিয়ে ভাড়া বাসায় ওঠেন সাইদুর রহমান। তবু্ও তার স্ত্রী বিথী প্রেমিক মনির সাথে ইমোতে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কথা বলতো বলে সূত্র জানিয়েছে। মনিও তার কথিত প্রেমিকা বিথীর কাছে মাঝে মধ্যে যাওয়া অব্যাহত রাখে।
এদিকে, বিথী শুধু মনির সাথেই পরকীয়া চালিয়ে আাসছিলো তেমনটি নয়, বরং প্রবাসে থাকা আরেক যুবকের সাথেও সম্পর্ক অব্যাহত রেখেছিলো। সূত্র জানায়, প্রবাসে থাকা সেই যুবক দেশে থাকাকালীন সময় থেকে বিথীর সাথে দৈহিক সম্পর্ক গড়ে উঠেছিলো। সেই যুবক মনিকে ফোন করে হত্যার হুমকিও দিয়েছিলো বলে মনির ঘনিষ্ট এক বন্ধু জানিয়েছে।
সর্বশেষ মনি বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে শার্শা এলাকায় যায় এবং রাতে কাজিরবেড়েই তাকে নির্মমভাবে হত্যা করা হয়। পুলিশ অবশ্য তিন পুরুষের সাথে সম্পর্ক চালিয়ে যাওয়া সেই বিথীসহ কয়েকজনকে আটক করেছে।