প্রতি বছরের ন্যায় যশোর সদর উপজেলা ১১ নং রামনগর ইউনিয়নে সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলী ফুটবল টুর্নামেন্ট - সিজন ৬ শুভ উদ্ভোদন করা হয়েছে। বুধবার বিকালে রামনগর ইউনিয়নে সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৪ দলীয় এই ফ্রেন্ডস ফ্যামিলী ফুটবল টুর্নামেন্ট খেলা শুভ উদ্ভোদন করা হয়। সভায় জেলা যুবলীগ নেতা আজাদ হোসেন'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ইমামুল কবির, বিশেষ অতিথি জেলা যুবলীগ নেতা আরাফাত রহমান বাসিত। এই সময় আরো উপস্থিত ছিলেন, রামনগর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহব্বায়ক হুসাইন কবির , যুগ্ম আহব্বায়ক মাসুম গাজী,খগেন্দ্র নাথ সরকারসহ স্থানীয় সাংবাদিক বৃন্দ। উদ্ভোদন খেলায় রাজ সুপার কিং বনাম গাজী টাইটান্স প্রথমার্ধে উভয় পক্ষই গোল করতে ব্যর্থ হয়। দ্বিতীয়র্ধে রাজ সুপার কিং ১ - গাজী টাইটাস ০, রাজ সুপার কিং ১০ নং আঃ হাকিম ১ গোল করে গাজী টাইটান্সকে পরাজিত করেন৷ খেলাটি পরিচালনা করেন, রেফারি আজিজুর রহমান টুকু রাইচ ম্যান আব্দুর রউফ ও গৌরব কুমার পাল। আয়োযোগ কমিটি আজাদ,কামাল হোসেন সাইফুল ইসলাম, শাহিন, সাইদুর রহমান, সাগর, অমিত সরদার মুন্না প্রমুখ।