03/18/2025 যশোরের ভৈরব নদে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
যশোরের ভৈরব নদে ডুবে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট ২০২১ ১০:৫৬
বিশেষ প্রতিনিধি: যশোরের ভৈরব নদে গোসল করতে নেমে যশোর ক্যান্টনমেন্ট স্কুলের এসএসসি পরীক্ষার্থী মোঃ সায়েম হুসাইন (১৭) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। সে শহরতলী মোমিননগর নওদাগা গ্রামের মজির উদ্দিনের ছেলে। জানা যায়, ২৭ (আগস্ট) শুক্রবার বেলা ১২ টার দিকে ফুটবল খেলা শেষে বন্ধুদের সাথে৷ তার বাড়ির পার্শ্ববর্তী ভৈরব নদে গোসল করতে নামলে সাতার না জানায় ভৈরব নদে ডুবে যায় সায়েম। দুপুর দেড় টার দিকে পরিবারের লোকজন জানতে পারেন সায়েম নদে নেমে ডুবে গেছে। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন নদ থেকে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। তার মৃত্যুতে তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।