6684
03/18/2025
খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ০২ জন গ্রেফতার
খুলনা জেলা ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ০২ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট ২০২১ ১০:৫০
মোঃ মানছুর রহমান (জাহিদ), বিভাগীয় ব্যুরো প্রধান, খুলনা: খুলনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মাহবুব হাসান মহোদয়ের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) লিপন সরকার, এসআই/ইন্দ্রজিৎ মল্লিক, এসআই/সৌরভ কুমার দাস সংগীয় অফিসার ও ফোর্সসহ রূপসা থানা এলাকায় মাদক উদ্ধার, অস্ত্র উদ্ধার ও অন্যান্য উদ্ধার অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে এসআই (নিঃ) লিপন সরকার মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কথা জানতে পেরে ২৫ আগস্ট রাত ১০ টার সময় মামলার ঘটনাস্থল রূপসা থানাধীন জাবুসা গ্রামস্থ জাবুসা চৌরাস্তা মোড়ে জনৈক ইউছুফ গাজীর ‘‘গাজী টেলিকম’’ নামক দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে আসামী ১। সরদার আলী আজম (৩৮), পিতা- সরদার আব্দুল গণি, মাতা-মাহফুজা বেগম, সাং- বালিয়াডাঙ্গা, থানা- ফকিরহাট, বর্তমান সাং-কররী, থানা- বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট, ২। সুব্রত পাল (২০), পিতা- গোপাল পাল, মাতা- মনিষা পাল, সাং- চুলকাঠি, থানা- বাগেরহাট সদর, জেলা-বাগেরহাট’দ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতার পূর্বক আসামীদ্বয়ের হেফাজতে হতে সর্বমোট ৪৫+৩৫=৮০(আশি) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন । এ সংক্রান্তে এসআই (নিঃ) লিপন সরকার উক্ত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার সংক্রান্তে ২৫ আগস্ট রাত ১০.২০ টার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন। উক্ত ঘটনায় আসামীর বিরুদ্ধে এসআই (নিঃ) লিপন সরকার, জেলা ডিবি, খুলনা বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেন।যার নং- ১৬, তারিখ- ২৬/০৮/২০২১ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক)।
সম্পাদক: মো: শাহ্ জালাল
যোগাযোগ: ৪৮/৪৯, স্কাই ভিউ মমতা সেন্টার, লিফ্ট-২ কাকরাইল, ঢাকা-১২১৫
মোবাইল: +৮৮ ০১৯৩৭ ৪৬৯৯৯৬
ইমেইল: [email protected]