03/17/2025 যশোরের সতীঘাটা জাতীয় শোক দিবস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
যশোরের সতীঘাটা জাতীয় শোক দিবস ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
২৪ আগস্ট ২০২১ ১৪:৪৪
মোঃ ওয়াজেদ আলী, কুয়াদা যশোর প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর ৪৬ তম শাহাদাৎ বাষিকী উপলক্ষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নে ০৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে সতীঘাটা বাজারে জাতীয় শোক দিবস ও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রামনগর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মারুফ হোসেন তরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহীম'র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ। বিশেষ অতিথি,জেলা যুবলীগের সদস্য তৌহিদ চাকলাদার ফন্টু, বিশেষ অতিথি, রামনগর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন সহ- সভাপতি নিছার আলী, সাধারণ সম্পাদক শেখ হাসানুজ্জামান হাসু। এই সময় আরো উপস্থিত ছিলেন, যশোরের পৌর পূজা পরিষদের সভাপতি দুলাল সমাদার,০৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম,আওয়ামীলীগ নেতা নিমাই সাবেক ইউপি সদস্য মশিয়ার রহমান, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন। সতীঘাটা পুরাতন বাজারে কেন্দ্রীয় মসজিদের ইমাম মুহতামিম অজিল্হর রহমান। দোয়ার শেষে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।