03/17/2025 মণিরামপুরে ‘মাদক বিক্রেতা’র হামলায় পুলিশ আহত
মণিরামপুরে ‘মাদক বিক্রেতা’র হামলায় পুলিশ আহত
নিজস্ব প্রতিবেদক
২১ আগস্ট ২০২১ ০৯:০৩
মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে মারপিটে রবিউল ইসলাম (৩০) নামে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। অভিযুক্ত ব্যক্তি মাদক বিক্রেতা বলে দাবি করা হচ্ছে।
শুক্রবার (২০ আগস্ট) রাত আটটার দিকে উপজেলার রাজগঞ্জ বাজারে ঘটনাটি ঘটে।
আহত পুলিশ সদস্য মণিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় রাতেই তিনটি চাপাতিসহ রাবেয়া বেগম নামে এক নারীকে আটকের কথা জানায় পুলিশ। রাবেয়া রাজগঞ্জ বাজার এলাকার মাদক ব্যবসায়ী লুৎফর রহমানের ছোট স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লুৎফর ও তার ছেলে ফয়সাল হোসেন চায়ের দোকানের আড়ালে গাঁজা ও ইয়াবা বিক্রি করেন। বাপ-ছেলে একাধিকবার জেলও খেটেছেন।
মণিরামপুর থানার ইনসপেক্টর শিকদার মতিয়ার রহমান বলেন, শুক্রবার রাতে সহকারী উপ পরিদর্শক (এএসআই) ইমরান হোসেনের নেতৃত্বে একটি দল রাজগঞ্জ বাজার এলাকার লুৎফরের বাড়িতে মাদক উদ্ধারে যান। লুৎফরের বাড়ি-সংলগ্ন চায়ের দোকান রয়েছে। কনস্টেবল রবিউল ছদ্মবেশে বাড়িতে ঢুকে মাদক ধরে ফেলেন। এসময় লুৎফর, তার স্ত্রী রাবেয়া ও ছেলে ফয়সালসহ কয়েকজনে রবিউলের কাছ থেকে মাদক ছিনিয়ে নিয়ে তাকে মারপিট করে। টের পেয়ে পুলিশের অন্য সদস্যরা এগিয়ে গেলে পালিয়ে যায় হামলাকারীরা। রবিউলকে উদ্ধার করে যশোরে পরীক্ষা-নিরীক্ষা শেষে মণিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা মোটামুটি ভালো।
তিনি বলেন, খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে তিনটি চাপাতিসহ রাবেয়া বেগমকে আটক করা হয়।
এই ঘটনায় ৫-৭ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। রাবেয়াকে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে তিনি জানান।